Breaking News

দ্বিতীয় বিয়ে করতে হলে অবশ্যই করণীয় বিষয় গুলো। second marriage law in bangladesh

কোন ব্যক্তি যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে তাকে স্ত্রী ও সালিশি পরিষদের অনুমতি নিতে হয়।


অনুমতি ছাড়া বিয়ে নিবন্ধন হবে না।   (অনুমতির জন্য নির্দিস্ট ফি দিয়ে সাদা কাগজে চেয়ারম্যানের নিকট আবেদন করতে হবে) 
কিছু বিষয় বিবেচনা করে সালিশি পরিষদ অনুমতি দিতে পারে। উদাহরন স্বরূপ দুইটা কারন;

  ১) স্ত্রী বন্ধ্যা হলে।  ২) যৌন সম্পর্কে স্ত্রীর শারীরিক অযোগ্যতা । 

কোন ব্যক্তি যদি স্ত্রী ও সালিশি পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করেন তাহলে স্ত্রী চাইলে স্বামীর বিরুধ্যে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬(৫)ধারায় মামলা করতে পারে।   ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬(৫)ধারায় শাস্তির বিধান হল; ১বছর পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ড হতে পারে।

No comments